মোঃ বশির আহমেদ সানি: ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এর ঢাকা মহানগর পর্যায়ের ক্রিকেট ফাইনালে মুখোমুখি হয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ।
১০ ওভারের এই ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ। তবে শুরু থেকেই মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বোলারদের দুর্দান্ত ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৪৪ রানেই অলআউট হয়ে যায় বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী ব্যাটিং প্রদর্শন করে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মাত্র ১ উইকেট হারিয়ে ৪.৪ ওভারে ৪৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা এবং দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করে শিরোপা।
ম্যাচ শেষে দর্শক ও ক্রীড়ামোদীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে মাঠ। দুর্দান্ত বোলিং ও সংযত ব্যাটিংয়ের মাধ্যমে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করে, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি।
এই জয়ের মাধ্যমে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ঢাকা মহানগর পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved