তারিখ: ১৬ জানুয়ারি, ২০২৬
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক বিরল ও সৌজন্যপূর্ণ মুহূর্তের সাক্ষী হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৫-ই জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হাই-প্রোফাইল সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
দীর্ঘ প্রবাস জীবন এবং দেশের রাজনৈতিক পট্ পরিবর্তনের পর জনাব তারেক রহমানের এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
সাক্ষাৎতের বিস্তারিত বিবরণ :- বৃহস্পতিবার সন্ধ্যায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জনাব তারেক রহমান যমুনায় পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং তাঁর কন্যা দিনা ইউনূস তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।
সূত্রমতে, দুই পরিবারের সদস্যরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এই দীর্ঘ সময়ে তাঁরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং ব্যক্তিগত ও পারিবারিক খোঁজখবর নেন। উল্লেখ্য যে, ব্যারিস্টার জাইমা রহমান এবং দিনা ইউনূসের উপস্থিতি এই সাক্ষাৎকারে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে, যা দুই পরিবারের মধ্যকার আন্তরিকতারই বহিঃপ্রকাশ।
রাজনৈতিক প্রেক্ষাপট্ ও তাৎপর্য:- যদিও এটিকে একটি 'সৌজন্য সাক্ষাৎ' হিসেবে অভিহিত করা হচ্ছে, তবে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে এর গুরুত্ব অপরিসীম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সাক্ষাতের পেছনে কয়েকটি বড় দিক থাকতে পারে:
* জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা:- অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের এমন পারিবারিক পর্যায়ে সাক্ষাৎ একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দেয়।
* সংস্কার ভাবনা:- দেশের বর্তমান সংস্কার প্রক্রিয়া এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়ে যে আলাপ-আলোচনা চলছে, সেখানে এই ধরনের ব্যক্তিগত যোগাযোগ পারস্পরিক আস্থা বাড়াতে সহায়ক হতে পারে।
* তারেক রহমানের সক্রিয়তা:- সপরিবারে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ মূলত জনাব তারেক রহমানের রাজনৈতিকভাবে স্বাভাবিক ধারায় ফেরার এবং জাতীয় রাজনীতিতে তাঁর পরিবারের সংহতির একটি বলিষ্ঠ বার্তা।
সাক্ষাৎকার নিয়ে জনমনে প্রতিক্রিয়া:- সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাক্ষাতের ছবি এবং খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে মিশ্র কিন্তু ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই একে 'নতুন বাংলাদেশের' রাজনীতির একটি সুন্দর উদাহরণ হিসেবে দেখছেন, যেখানে প্রতিহিংসার বদলে সৌজন্যবোধ প্রাধান্য পাচ্ছে।
পরিশেষে, যমুনার এই সান্ধ্যকালীন আড্ডা কেবল চা-চক্রেই সীমাবদ্ধ ছিল নাকি এর আড়ালে দেশের ভবিষ্যৎ রাজনীতির কোনো রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে, তা সময় বলে দেবে। তবে এই সৌজন্য সাক্ষাৎ যে আগামী দিনের রাজনীতিতে একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved