কফিলুর রহমান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ পরিপালন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে
ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভুরুঙ্গামারী উপজেলা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) দুপুরে মাহবুব ক্লিনিকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলার ওষুধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া।
সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী উপজেলা বিসিডিএস এর সি: সহ সভাপতি মাহবুব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিসিডিএস সভাপতি নজরুল ইসলাম।
সভায় নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে ভুরুঙ্গামারী উপজেলার অর্ধ শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved