দৈনিক বিজনেস ফাইলের ১৯ বছরে পদার্পন উপলক্ষে “অর্থনীতি ও জনজীবন: নতুন বছরে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ওবাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান জনাব মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. হালিদা হানুম আক্তার, যিনি দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বিজনেস ফাইলের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক এবং বাংলা একাডেমীর আজীবন সদস্য জনাব অভি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিসিআরএ-এর সাধারণ সম্পাদক দুলাল খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপমহাদেশের আলোচিত উপস্থাপক জনাব ট্রফি ইসলাম।
আলোচনায় বক্তারা নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সরকারি সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও নীতিগত সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব মো. ওবাইদুর রহমান দৈনিক বিজনেস ফাইল পরিবারের ১৯ বছরে পদার্পন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন থেকে উদ্যোক্তাদের জন্য আরও বেশি সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে উদ�
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved