ঝালকাঠির নলছিটি ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় হাদি হত্যার বিচার দাবীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রধান মাওলানা মোহাম্মদ বাহাউদ্দীন, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইনসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজধানীতে ডাবল মার্ডারের আসামি ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা থেকে পুলিশ এসে নলছিটি থেকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু দিনরাত পার হয়ে যাচ্ছে, শরীফ ওসমান বিন হাদির খুনিদের সরকার ধরতে পারলনা, এটা প্রহসন! তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved