সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রথম বিনিয়োগ হিসেবে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে ১০ বছর মেয়াদী Bangladesh Government Special Sukuk-1 এ বিনিয়োগ করেছে। উক্ত সুকুকে ব্যাংকটির বিনিয়োগের পরিমাণ ১০,০০০ কোটি টাকা যা সরকারি সুকুকে একক কোনো ব্যাংকের এ যাবতকালের সর্ববৃহৎ বিনিয়োগ। ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ব্যাংকটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এর হাতে সুকুক ইস্যুর সার্টিফিকেট হস্তান্তর করেন। এ সময় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্মিত সরকারি কর্মচারীদের ৭ টি অবাসন প্রকল্প ও বাংলাদেশ রেলওয়ের আওতায় পরিচালিত সুনির্দিষ্ট রেল সেবার বিপরীতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটির অনুকূলে সুকুকটি ইস্যু করা হয়। বিনিয়োগকৃত সুকুকটি বিধিবদ্ধ তারল্য (SLR) সংরক্ষণ এবং বাংলাদেশ ব্যাংক হতে প্রয়োজনবোধে তারল্য সুবিধা গ্রহণের লক্ষ্যে ব্যাংকটি ব্যবহার করতে পারবে। শরীয়াহসম্মত প্রোডাক্টে ব্যাংকটির এরূপ বিনিয়োগ আমানতকারীদের আস্থা অর্জনে সহায়ক হবে। লেনদেনযোগ্য সিকিউরিটিজ হওয়ায় তারল্য ব্যবস্থাপনার প্রয়োজনে ব্যাংকটি যেকোন সময় সুকুকের মালিকানা হস্তান্তর করতে পারবে। এছাড়া, উক্ত সুকুকে বিনিয়োগের বিপরীতে প্রতি ষান্মাসিকে বার্ষিক ৯.৭৫% হারে ব্যাংকটি মুনাফা প্রাপ্য হবে যা ব্যাংকটির আর্থিক অবস্থা সুদৃঢ়করণে সহায়তা করবে। নিরাপদ বিনিয়োগ হওয়ায় ব্যাংকটির বিনিয়োগকৃত অর্থ যেমন সুরক্ষিত থাকবে তেমনি বহুমুখী খাতে ব্যাংকের বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved