র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপি'র মুন্সিপাড়া হতে ধৃত আসামী মোঃ রিপন (৩২) কে তার বসতবাড়ির উত্তর পার্শ্বে নেপিয়ার ঘাস চাষকৃত জমির ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৫ বোতল ফেনসিডিল ও ১২ বোতল বিদেশী মদসহ আটক করা হয়। ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখ ১০:২০ ঘটিকার সময় র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা সকল এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপির মুন্সিপাড়ায় মাদক কারবারী মোঃ রিপন এর বসতবাড়িতে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপি'র মুন্সিপাড়া গ্রামস্থ মোঃ মঞ্জুর হোসেন এর ছেলে মাদক কারবারী মোঃ রিপন (৩২) কে তার নিজ বসতবাড়ি হতে ১২:১০ ঘটিকায় আটক করা হয়। পরবর্তীতে আসামী রিপন এর স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়া মতে বসতবাড়ির উত্তর পার্শ্বে গোয়াল ঘরের পিছনে তার বর্গাকৃত নেপিয়ার ঘাসের জমিতে বিশেষ কায়দায় ছাই ও খড় দিয়ে ঢাকা মাটির নীচে দুইটি আলাদা গর্তে ০২টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের ভিতরে রক্ষিত ২৯৫ বোতল ফেনসিডিল, ০৬ বোতল MAGIC MOMENTS (বিদেশী মদ) এবং ০৬ বোতল SEAGRAMS BLENDERS (বিদেশী মদ) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved