গত ৮ জানুয়ারি ভোরে শরীয়তপুর জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে সাগর বেপারীর বসতবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে।
শরীয়তপুর জাজিরায় আলোচিত ককটেল বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় করা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর র্যাব-৮।
বিষয়টি মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ভোরে শরীয়তপুর জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে সাগর বেপারীর বসতবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় বসতঘরটির দেয়াল ও চালা উড়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে সোহান বেপারী নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশে স্প্লিন্টারের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
একই দিনে নবীন সরদার নামে আরো এক যুবক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যায়। এ ঘটনায় জাজিরা থানায় একটি মামলা হয়।
মামলার সূত্র ধরে মাদারীপুর র্যাব-৮-এর অভিযানে মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাহমুদুল ব্যাপারী (৩২), সুজন ব্যাপারী (৩২), ছিদাম বেপারী (৪০), রনি ভূঁইয়া (৩০) ও মোমিন ভূইয়া।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পৃথক তিনটি অভিযানে শরীয়তপুর ও ঢাকা কামরাঙ্গিরচর এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতদের শরীয়তপুর পালং থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved