সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পিরোজপুর উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন দীর্ঘ নয় মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সওজ পিরোজপুর সূত্রে জানা যায়, উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন গত ২৩ এপ্রিল ২০২৫ থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতিতে দপ্তরের আওতাধীন বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়,তাকে কর্মস্থলে ফেরাতে একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হলেও এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।এমনকি তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত বছরের ২০মে সওজ পিরোজপুর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিবুল আলীম রাজু বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেন।
এ বিষয়ে সওজ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন,“আমরা বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। বারবার চিঠি পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
এদিকে সড়ক ও জনপথ বিভাগ, সড়ক সার্কেল বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খান জানান,উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved