স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তৃণমূল পর্যায়ের প্রশাসনিক প্রতিষ্ঠান হলো ইউনিয়ন পরিষদ। লাকসাম উপজেলাধীন ০৭ নং আজগরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন পরিষদের সচিব জনাব মো. রফিকুল ইসলাম।
আজগরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ছিলইন গ্রামের কৃতি সন্তান মো. রফিকুল ইসলাম ১৮ নভেম্বর ২০১৯ সাল থেকে অদ্যাবধি অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার দাপ্তরিক দক্ষতা, আইনগত জ্ঞান ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি লাকসাম উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে সম্মাননা অর্জন করেন।
দায়িত্ব পালনকালে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিক সনদ প্রদান, সভার কার্যবিবরণী সংরক্ষণসহ নানা গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম তিনি দক্ষতার সঙ্গে সম্পন্ন করে আসছেন। দাপ্তরিক কাজে তার সুস্পষ্ট ধারণা ও নিয়ম-কানুন সম্পর্কে গভীর জ্ঞান তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
স্বচ্ছতা ও সততাই তার সফলতার মূল ভিত্তি। সরকারি বরাদ্দ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়নে তিনি সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখছেন। যার ফলে আজগরা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে তিনি ব্যাপক আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষদের সমস্যা তিনি ধৈর্যসহকারে শোনেন, দ্রুত সমাধানের চেষ্টা করেন এবং সঠিক পরামর্শ প্রদান করেন। কোনো প্রকার হয়রানি ছাড়াই নাগরিক সেবা নিশ্চিত করার মাধ্যমে তিনি একজন আদর্শ সরকারি কর্মকর্তার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সততা, দক্ষতা ও মানবিক আচরণের সমন্বয়ে মো. রফিকুল ইসলাম আজগরা ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বিশটি গ্রামের মানুষের কাছে একজন সফল ও আদর্শ ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved