নূরুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার গরীব ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক দায়বদ্ধতা থেকে এই কর্মসূচির আয়োজন করে বাগেরহাট প্রেস ক্লাব।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ সময় বাগেরহাট প্রেস ক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নির্বাচন কমিশনার মো. আবু আনছার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক এম হেদায়েত হুসাইন লিটনসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও বাগেরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত বাগেরহাট জেলা নির্বাচন কমিশনার মো. আবু আনছার আসন্ন গণভোট প্রসঙ্গে বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হয়েছে। তিনি গণভোটে হ্যা, অংশগ্রহণের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে মতামত প্রকাশ করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
স্থানীয়দের মতে, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বাগেরহাট প্রেস ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved