গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের মধ্যম কুমেদপুর গ্রামে অবস্থিত পীরের বাড়ি শাহ জাফর সাদী (রাঃ) নূরানী ও হাফিজিয়া মাদরাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র (কম্বল) বরাদ্দের আবেদন করা হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে স্থানীয় দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতায় দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে মাদরাসাটিতে প্রায় ১০০ জন আবাসিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে, যাদের অধিকাংশই গরীব, এতিম ও অসহায় পরিবারের সন্তান।
চলমান শৈত্যপ্রবাহে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। শীতজনিত রোগের ঝুঁকি বাড়ায় শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় মানবিক বিবেচনায় শিক্ষার্থীদের জন্য দ্রুত শীতবস্ত্র বরাদ্দের দাবি জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।
এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ জেলা প্রশাসক, গাইবান্ধা বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের সদয় সহযোগিতায় এতিম ও দুঃস্থ শিক্ষার্থীরা শীতের কষ্ট থেকে রক্ষা পাবে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved