বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা গত শুক্রবার (৯ জানুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিন্ন সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারাদেশের বিভিন্ন মঠ-মন্দির, বিদ্যালয় ও কলেজসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। বাগীশিক কেন্দ্রীয় সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় চট্টগ্রাম মহানগরের ১৬টি থানার ১১টি কেন্দ্রে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। চট্টগ্রাম মহানগরের আওতাধীন সকল থানা সংসদ সমন্বয়ের মাধ্যমে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে। যদিও সারাদেশে অভিন্ন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় ভিন্ন ভিন্ন সিলেবাসের আলোকে পরীক্ষা গ্রহণ করা হয়। কারণ এসব সংসদ বিগত কয়েক বছর ধরে স্বতন্ত্রভাবে বার্ষিক পরীক্ষা আয়োজন করে আসছে। সংশ্লিষ্টরা জানান, ২০২৫ সাল থেকে এসব অঞ্চলকেও অভিন্ন সিলেবাসের আওতায় আনা হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী।
বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা ও পরীক্ষা বিষয়ক বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট দিলীপ কুমার ভট্টাচার্য, উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত ও অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অধ্যাপক বনগোপাল চৌধুরী, তপন রায়, বিষ্ণুপদ পালিত, সুকুমার দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, চন্দন তলাপাত্র, বিপ্লব দে পার্থ, লায়ন প্রদীপ চক্রবর্তী, রনি চক্রবর্তী, ডা. বিবরণ দাশসহ বিভিন্ন থানা সংসদের সভাপতি-সাধারণ সম্পাদক ও মহানগর নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবু সুফিয়ান বলেন, “গীতার শিক্ষা শুধু ধর্মীয় আচার-অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানবকল্যাণ, নৈতিকতা ও মানবিকতার পথ নির্দেশ করে।”
বক্তারা বলেন, বাগীশিক একটি মানবিক, সামাজিক ও দেশপ্রেমিক সংগঠন। ধর্মপ্রাণ, নৈতিক ও আলোকিত মানুষ গড়তে এই পরীক্ষার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ সমাজ ধর্ম সম্পর্কে সচেতন হবে, ধর্মান্ধ নয় বরং ধর্মভীরু হয়ে উঠবে। এতে করে আদর্শ নাগরিক গড়ে উঠবে এবং আগামীর আলোকিত বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved