মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন /২৬ ও গনভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মতবিনময় সভা হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনুর খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি), হালুয়াঘাট থানা ইনচার্জ, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রমুখ।
এ মতবিনিময় সভায় আলোচকগন ইমাম ও খতিব সাহেবদের গণভোটের বিষয়বস্তু গ্রামীণ পর্যায়ের সাধারণ জনগণকে অবহিত করার অনুরোধ জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ,সুন্দর, উৎসবমুখর পরিবেশে, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষে সকলের সহযোগিতার প্রত্যাশা কথা জানানো হয়।
উক্ত মতবিনিময় সভায় বিজিপি সদস্য,বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন,সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ, ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved