ডাঃ মোঃ আবুল কালাম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: মুক্তাগাছায় শহীদ শরীফ ওসমান বিন হাদী’র নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে আজ একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ‘মুক্তাগাছা ইনকিলাব মঞ্চ’-এর আয়োজনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ মানববন্ধন চলে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচি তালুকদার ক্লিনিক এলাকা থেকে ঢলুয়াবিল পর্যন্ত বিস্তৃত ছিল। মানববন্ধনে আনুমানিক দুই হাজার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মানববন্ধনে মুক্তাগাছার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিটি মুক্তাগাছা প্রেসক্লাব চত্বরে সমাপ্ত হয়। মানববন্ধনের আয়োজন করে মুক্তাগাছা ইনকিলাব মঞ্চ। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক কর্মসূচিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তাগাছা ইনকিলাব মঞ্চের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মো. শামীম, যুগ্ম আহ্বায়ক আবদুল বাছির নোমানী, এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চিফ কো-অর্ডিনেটর আবু বকর ছিদ্দিক, রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা ও তাদরিসুল কুরআন মাদরাসার পরিচালক আজিজুল হাকিম শাহীন, শিক্ষক মাওলানা সানাউল্লাহ নূরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্তাগাছার প্রতিনিধি খাইরুল ইসলাম।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদী’র হত্যাকাণ্ড একটি নৃশংস ও অমানবিক অপরাধ। দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। তারা অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved