দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য। বহুল প্রতীক্ষিত শিক্ষক বদলি কার্যক্রম বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। বদলি কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত সফটওয়্যারের কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে যেকোনো সময় চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার (১২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বদলি কার্যক্রমের জন্য তৈরি সফটওয়্যার ব্যবহারে টেলিটকের সঙ্গে চুক্তি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছিল। ইতোমধ্যে সেই অনুমোদন পাওয়া গেছে। এখন আর চুক্তি সম্পাদনে কোনো প্রশাসনিক জটিলতা নেই।
এক কর্মকর্তা জানান, “আমরা চলতি সপ্তাহের মধ্যেই টেলিটকের সঙ্গে চুক্তি সম্পন্ন করার চেষ্টা করছি। চুক্তি হলেই বদলি কার্যক্রম বাস্তবায়নের পথ অনেকটাই পরিষ্কার হবে।”
এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালাও চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, খুব শিগগিরই সংশোধিত নীতিমালা প্রকাশ করা হবে। নীতিমালা প্রকাশের পরপরই সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ও দাবি চলে আসছিল। আগে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির কোনো সুযোগ ছিল না। তারা শুধুমাত্র গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় সেই সুযোগ বন্ধ করে দেয়।
এর ফলে শিক্ষক সমাজে অসন্তোষ তৈরি হলে আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সর্বজনীন বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়। সে লক্ষ্যে একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয় এবং পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সফটওয়্যার তৈরির দায়িত্ব দেওয়া হয় টেলিটক বাংলাদেশ লিমিটেডকে।
তবে নীতিমালা নিয়ে রিট মামলা, সফটওয়্যার প্রস্তুতিতে বিলম্ব এবং নীতিমালা সংশোধনের প্রয়োজনসহ নানা কারণে দীর্ঘদিন ধরেই বদলি কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়নি। সর্বশেষ অগ্রগতিতে টেলিটকের সঙ্গে চুক্তির অনুমোদন পাওয়ায় শিক্ষক বদলি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা নতুন করে জেগে উঠেছে।
শিক্ষক নেতারা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকদের পেশাগত স্বস্তি বাড়বে এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। এখন সংশোধিত নীতিমালা প্রকাশ ও দ্রুত বদলি কার্যক্রম শুরু করার দিকে তাকিয়ে রয়েছেন দেশের হাজারো এমপিওভুক্ত শিক্ষক।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved