কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আবাদি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
ঘটনাটি ঘটে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতভিটা নামক এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি আবাদি জমি থেকে মাটি কেটে তা ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। এ সময় চলমান সড়ক সংস্কার কাজের মধ্যে দিয়ে মাটি ভর্তি ট্রাক্টর চলাচলের কারণে রাস্তার দু’পাশ ভেঙে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।
সড়কের দায়িত্বে থাকা এক কর্মকর্তা বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানকে ফোনে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। প্রথমে দুর্গাপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও পান্ডুল ইউনিয়নের ভূমি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা গিয়ে মাটি উত্তোলনের কাজ বন্ধ করতে নির্দেশ দিলেও দু’দিন পর আবারও একই স্থানে অবৈধভাবে মাটি কাটার কাজ শুরু হয়।
পুনরায় অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং ভবিষ্যতে আর মাটি উত্তোলন না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযানকালে দুর্গাপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা, উলিপুর থানা পুলিশের সদস্যসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved