কবিতা- বিদ্রোহী সুরের জয়গান
কবি- জন্নাতুল ফেরদৌস রিফা
কাজী নজরুল আমার প্রিয় কবি,
গাহি তাঁর সাম্যের গান,
তাঁর ছন্দে লেখা শত পঙক্তি
হৃদয়ে তোলে সুর অফুরান।
দ্রোহের কবি-প্রেমের কবি,
গণচেতনার প্রাণ ;
নিপীড়ন রুখে দাঁড়িয়ে গেছে তাঁর
কলম বিপ্লবের মান।
শুনলে সে সুর
নাচে বুক ধুর,
ভেঙে দেয় সব বাঁধা যত;
লাগে যেন বেশ
গাই অবশেষ
মুক্তির ওই কথা যত শত।
মানুষের তরে,
গান তিনি ধরে:
ভেদ নাই কোন ধরা মাঝে,
ধর্মের নয়-হোক পরিচয়,
মানবের পূজি যে।
সাম্য যে তাঁর
গড়লো দু'পার,
এলোমেলো যত পঙক্তি;
মুক্তির আলো
সবার সে ভালো,
দিন যেন তাঁর শক্তি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved