মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে জামতলী মোড় সংলগ্ন স্টেশন রোডে মনোহারি দোকানদারের অনুপস্থিতিতে দোকান থেকে দিন-দুপুরে টাকা ও সিগারেটসহ ব্যাগ চুরি হয়।আজ ১১ই জানুয়ারি রবিবার বেলা ১২টার দিকে পৌরশহরের ব্যস্ততম সড়কে স্টেশন রোডে রাজলক্ষী মিষ্টান্ন ভাণ্ডার সংলগ্ন শংকর মনোহারি দোকানে এই ঘটনাটি ঘটেছে।মনোহারি দোকানের মালিক শংকর জানান, আজ বেলা ১২টার সময় ব্যাগে রাখা ২০হাজার টাকা ও ৩০হাজার টাকার মূল্যের সিগারেটসহ ব্যাগটি দোকানে রেখে পাশের রাজলক্ষী মিষ্টান্ন ভাণ্ডারে পানি আনতে গেলে আমার অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতনামা এক চোর দোকান থেকে ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।পরবর্তীতে সিসি ক্যামেরার মাধ্যমে যা ধরা পড়ে।দিন দুপুরে এই ধরনেন চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved