প্রতীক কুমার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকা থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটিকে দেখতে পান স্থানীয়রা।
একপর্যায়ে ময়ূরটি ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকা পড়ে আহত হয়। পরে স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে নিজ বাড়িতে রেখে প্রাথমিকভাবে পরিচর্যা করেন।
খবর পেয়ে রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান ও উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।
উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধারকৃত ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যেহেতু এটি বিরল প্রজাতির, তাই বিশেষ যত্ন ও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, উদ্ধার শেষে ময়ূরটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানায়, ময়ূরটির শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তীতে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved