মোঃ জহুরুল ইসলাম, তারাস প্রতিনিধি: তারাশ উপজেলার মাঠ জুড়ে সরিষাবাদ।সরিষার প্রকৃতির সৌন্দর্য দেখতে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন চলনবিলের মাঝে। চলন বিলের মাঠ জুড়ে শুধু হলুদ আর ফুল ফুল যেন হলুদের সমরাহ। মৌমাছি খেলা করছে সরিষা ফুলে বসে মনের সুখে গুনগুন করে গান করছে। সরিষা ফুলের হাসিতে মিশে থাকে প্রকৃতির মুগ্ধতা অপরূপ সৌন্দর্য। এগুলা দেখলেই মনটা ভরিয়ে যায় ঘুরতে আসা পর্যটকদের। অন্যদিকে মৌমাছির মাধ্যমে মৌলীরা মধু সংগ্রহ করছে। সরিষাবাদ খরচের তুলনায় চাহিদা ও লাভ বেশি হয় তাড়াশ চলনবিলের কৃষক সরিষাআদে বেশি ঝুঁকেছেন। তাড়াশ উপজেলা সরকারি কৃষি অফিসার মোহাম্মদ আল-আমিন হোসেন বলেন এ বছর, হেক্টর জমিতে সারিসার আবাদ হয়েছে এবং তিনি আরো বলেন গত বছরের তুলনায় সরিষাবাদ বেশি হয়েছে এবং রোগ বালাই না থাকায় সরিষার ফলন একটি বেশি হওয়ার সম্ভাবনা আছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved