মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে সালটিয়া বাজারে পাট মহল মোড় শিবগঞ্জ রোড এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
গত ১০ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ৬টায় এই আগুনের ঘটনা ঘটে।
আগুনে জমিরের চাউল ও চিনির দোকান, আনোয়ারের ফলের দোকান ও মফিজের মুড়ি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও গফরগাঁও ফায়ার সার্ভিসে কমীদের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিক হওয়ার পাইপের মাধ্যমে আগুনের সূত্রপাত।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, অগ্নিকাণ্ডে জমিরের চাউল/চিনি দোকানের প্রায় ৩০ লাখ টাকা, আনোয়ারের ফলের দোকানে প্রায় ১ লাখ টাকা ও মফিজের মুড়ি দোকানের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গফরগাঁও আসনের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সোহেল আগুনে ক্ষতিগ্রস্ত দোকানপাঠ পরিদর্শন করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved