প্রাণের প্রিয়ো ভাইটি আমার
নয়তো সহোদর,
তবু তিনি মোর হৃদ মাজারে
বেঁধে ভালোবাসার ঘর।
বোন হিসেবে আমি তাহার
দুই চোখেরি মণি,
পৃথিবীতে আমার চেয়ে
কে আছে আর ধনী।
গফরগাঁও এর ভাইটি আমার
মকবুল হোসেন নাম,
বিচিত্রা সহ বহু পত্রিকায় তার
খ্যাতি আর সম্মান।
ভাইটি আমার সৎ সাহসী
কলমে তার লড়াই,
তাঁকে নিয়ে গর্ব অনুভব হয়
আর করতে পারি বড়াই।
রক্তে গাঁথা হলেই কেবল
হয় না আপনজন,
কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে
আন্তরিকতাও মেলবন্ধন।
ভাইয়ের জন্য দোয়া করবেন
সকল দেশও বাসি,
ভোরের সূর্য্যের মতো যেন তার
দুই ঠোঁটে থাকে হাসি।
পরিবার নিয়ে ভালো থাকুক
দোয়া করবেন সবে,
সম্মানের সঙ্গে বেঁচে থাকুন
সারা জীবন ভবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved