আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা,ফরিদপুর) আসনে ধানের শীষের ভোট চেয়ে বঞ্চিত হয়ে গণধিকার পরিষদের ট্রাক প্রতিকের প্রার্থী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজার মনোনয়ন বাতিল ঘোষণা করার পর এবার হাইকোর্টে যাবার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।
৩ জানুয়ারি পাবনার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জেলার পাঁচটি আসনের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রাজার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
জানা গেছে, পাবনা ট্যাক্স অফিসে প্রয়োজনীয় কাগজপত্র গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে পৌঁছাতে না পারায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এ ব্যাপারে আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা জানান, আমি আমার মনোনয়নপত্রের বৈধতা পেতে ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। কিন্তু কমিশনের কর্মকর্তা আমার মনোনয়ন পত্র বৈধ করার ক্ষেত্রে হাইকোর্টে যেতে বলেছেন। তিনি বলেন, আমি এ ব্যাপারে হাইকোর্টে যাবো। সেখানে তার মনোনয়নপত্র বৈধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপদেষ্টা আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা পাবনা-৩ আসনে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা করেন। তিনি এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, টেন্ডারবাজ, অপশক্তি, ঘুষ, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হোন। পাশাপাশি স্থানীয় প্রার্থীর দাবিতে গণসচেতনতা, উঠান বৈঠক করেন। পরবর্তীতে বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে (ধানের শীষ) দলীয় মনোনয়ন দিলে রাজা স্থানীয় প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেও গণধিকার পরিষদের (ট্রাক) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু ট্যাক্সের কাগজপত্রের জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved