হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নে ৪নং ওয়ার্ডে রেজাউল করিমের ক্রয়কৃত জমি দখলের পায়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল—এমন অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রেজাউল করিম জানান, তিনি ২০১১ সালে তাজুল ইসলামের কাছ থেকে ৩৭ শতাংশ জমি আইনগতভাবে ক্রয় করেন। জমিটির দলিল ও খারিজ সম্পূর্ণভাবে তাদের নামে রয়েছে। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসলেও সম্প্রতি তাজুল ইসলামের ছেলেরা—মোহাম্মদ নিয়াজ মিয়া ও শুভ মিয়া—জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রেজাউল করিম আরও বলেন, “জমি রক্ষার জন্য আমি আদালতে একটি মামলা দায়ের করেছি। এর জেরে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। জমিতে গেলে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এমনকি আমার জমির ভেতরে লাগানো গাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে।”
রেজাউল করিমের ভাই মোহাম্মদ জিতু মিয়া জানান, “এই জমি প্রায় ১৫ বছর ধরে আমাদের ভোগদখলে রয়েছে। আমি নিজেই তাজুল মিয়ার কাছ থেকে জমিটি কিনে দিয়েছিলাম। এখন তার ছেলেরা বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আমাদের হয়রানির চেষ্টা করছে।”
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে তাজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved