রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবং ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (DIFF)-এর অংশ হিসেবে উদ্বোধন করা হলো আর্ট এক্সিবিশন ‘শূন্য অভিরূপ – When Emptiness Becomes Creation’। প্রদর্শনীটি চলবে আগামী ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
ভেন্যু পার্টনার হিসেবে বিশেষ সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম সংলগ্ন আর্টপিক্স লিমিটেডের থ্রিডি আর্ট গ্যালারি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর ফিতা কাটেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক এম. ফ্রাঁসোয়া শঁব্রো (M. François Chambraud)।
প্রদর্শনীটির কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পী লুতফা মাহমুদা। ‘শূন্য অভিরূপ’ মূলত শূন্যতা থেকে সৃষ্টির সূচনা—এই ভাবনাকে কেন্দ্র করে নির্মিত একটি শিল্পভিত্তিক আয়োজন, যেখানে শূন্যতাকে দেখা হয়েছে সৃষ্টির সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে।
এই প্রদর্শনীতে বাংলাদেশের খ্যাতনামা দশজন শিল্পীর চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন— আনিসুজ্জামান আনিস, জুটন চন্দ্র রায়, লুতফা মাহমুদা, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউনুস, আহমেদ সামসুদ্দোহা, সনদ বিশ্বাস, সানজিদ মাহমুদ, তাজউদ্দিন আহমেদ এবং জিয়াউর রহমান।
থ্রিডি আর্ট গ্যালারিতে প্রবেশের জন্য ২৫০ টাকা টিকিট ক্রয় সাপেক্ষে দর্শনার্থীরা এই প্রদর্শনীটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
এই প্রদর্শনীকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আর্টপিক্স লিমিটেডের থ্রিডি আর্ট গ্যালারিকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এ ধরনের সহযোগিতা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে আরও উৎসাহিত করে এবং ভবিষ্যতে এমন নান্দনিক ও সৃজনশীল আয়োজন বাস্তবায়নে অনুপ্রেরণা জোগায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved