মোঃ আহসানুজ্জামান, দিনাজপুর প্রতিনিধি: বিরলে সড়কের ধারের খাঁদের পানিতে ভ্যানচালকের লাশ উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি নিলে একপর্যায়ে পুলিশের সাথে স্থানীয়দের ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল জলিল এর ছেলে ভ্যানচালক মোকারম হোসেন (৪০) গতকাল শনিবার (০৩ জানুয়ারি) রাতে কোন এক সময়ে গোদাবাড়ী ভ্যানতাড়া মোড়ে রাস্তার ধারে খাঁদের পানিতে ভ্যানসহ ভাসছিল।
আজ রবিবার (০৪ জানুয়ারি) সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারের লোকজনসহ পরিচয় শনাক্ত করে লাশ বাসায় নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ বাসায় পৌঁছলে পরিবারের লোকজন লাশ দিতে অস্বীকৃতি জানায়।
একপর্যায়ে উপস্থিত লোকজনের সাথে পুলিশের ধ্বস্তাধস্তি পর্যন্ত গড়ালে ইউপি চেয়ারম্যান নুর ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিকালে এ রিপোর্ট লেখাকালীন মরহুমের পিতা-মাতা ও স্ত্রীকে থানায় নিয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved