মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে বিএনপি,জামায়াত,জাতীয়পার্টি,এল ডি পি, গণসংহতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।বিএনপি দলীয় মনোনয়ন না পেয়ে ৪জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানোনয়ন পত্র জমা করেন।
আজ রবিবার ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসারের সন্মেলন কক্ষে প্রার্থীতার যাচাই-বাছাই পর ৭জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয় অন্যদিকে ৫ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা ঘোষণা দেওয়া হয়।অবৈধ প্রার্থীদের মধ্য চারজনই স্বতন্ত্র প্রার্থী।
বৈধ প্রার্থীরা হচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের ইসমাইল হোসেন সোহেল, বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু, গণসংহতির শামসুল আলম, জাতীয় পার্টির আল আমীন সুহান,এল ডি পির মাহবুব মুর্শেদ,কমিউনিস্ট পার্টির সাইফুস সালেহীন,ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্বারী হাবিবুল্লাহ বেলালী।
অবৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন বাতিল বলে ঘোষিত হয়েছে তারা হলেন, স্বতন্ত্র মতিউর রহমান। তাঁর ১% ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি,সম্পদের হলফনামার তথ্য সঠিক পাওয়া যায়নি। স্বতন্ত্র- মুশফিকুর রহমান, ১ % ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি এবং অঙ্গিকার নামায় স্বাক্ষর নেই।স্বতন্ত্র-এবি সিদ্দিকুর রহমান , ঋণখেলাপী ও ১ % ভোটারের সমর্থন পাওয়া যায়নি।স্বতন্ত্র এডভোকেট আল ফাত্তাহ,১% ভোটারের সমর্থন পাওয়া যায়নি।স্বতন্ত্র- আলমগীর মাহমুদ আলম,১% ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি।
রিটার্নিং অফিসার বলেছেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved