মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, কর্তৃক ৩৫ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ মাদককারবারি ১ জনকে গ্রেফতার করেছেন।
ময়মনসিলহ সিপিএসসি, র্যাব-১৪, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ০২ জানুয়ারী ২০২৬খ্রিঃ অনুমান ১৪৫০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরকালিবাড়ী সাকিনস্থ শম্ভুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন ময়মনসিংহ-শেরপুরগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে শেরপুর থেকে ছেড়ে আসা ক্রাউন ডিলাক্স যাত্রিবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে যাত্রিদের ব্যাগ সহ অন্যান্য মালামাল তল্লাশী করে। তল্লাশীর সময় মাদককারবারি দয়াল রায়(৪৫), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর এর হেফাজতে থাকা কাধ ব্যাগে বিদেশি মদ সহ তাকে আটক করে। ধৃত মাদককারবারিকে অধিকতর জিজ্ঞাসাবাদে বাসের যাত্রিদের মাল রাখার লকারে বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে এবং দেখানো মতে ৩৫(পঁয়ত্রিশ) বোতল বিদেশী মদ এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ ৩৫ (পঁয়ত্রিশ) বোতল বিদেশি মদ এর আনুমানিক বাজার মূল্য ৩,৫০,০০০/-(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
ময়মনসিংহ কোতোয়ালী থানায় আলমতসহ ধৃতমাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved