মোঃ আইয়ুব আনছারী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদ ভিত্তিতে গত ০১ জানুয়ারী ২০২৬ ইং সময় আনুমানিক রাত ১১ টা২০ মিনিট বেউরঝাড়ী বিওপির বিজিবি দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৮০/৭ আর হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যান্তরে বেউরঝাড়ী নামক স্থানে ডেক্সামেথাসন ১৫০পিচ ট্যাবলেসহ ০১জন মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি । এবং সঙ্গে থাকা অপরজন দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন বিজিবি ।
১/ডেক্সামেথাসন ট্যাবলেট ১৫০পিচ ।
এছাড়াও তার ব্যবহারকৃত
২। আইটেল মোবাইল ০১টি
৩। জিপি সিম০১টি
৪। ভারতীয় সিম ০১টি
৫। বাইসাইকেল ০১টি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
ধৃত আসামী
১। মোঃ ইয়াছিন আলী
পিতাঃ মৃতঃ ওয়াজেদ আলী
গ্রামঃ তেরআলী।
পৌষ্টঃ হরিনমারি থানা
বালিয়াডাঙ্গী জেলা ঠাকুরগাঁও।
পালাতক আসামী
২। মোঃ সবুর আলী(৩০)
পিতাঃ কুলমত আলী
গ্রামঃ দক্ষিন জিয়া বাড়ী
পৌষ্টঃ মোগল হাট
থানাঃ বালিয়াডাঙ্গী
জেলাঃঠাকুরগাও
আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বালিয়াডাঙ্গী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বালিয়াডাঙ্গী মামলা নং ০১ তারিখ ০২ জানুয়ারি। ২০২৬।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved