মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক পদ বিভাজনকৃত চুয়াডাঙ্গা জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত পুলিশ সদস্যদের এই র্যাংক ব্যাজ পরানো হয়।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা জেলায় কর্মরত মোঃ নুরুল ইসলাম, খুলনা জেলা থেকে পদোন্নতির সূত্রে চুয়াডাঙ্গা জেলায় যোগদানকৃত মোঃ মিঠুন রহমান এবং কনস্টেবল হতে এটিএসআই পদে পদোন্নতি প্রাপ্ত পিবিআই কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা জেলায় যোগদানকৃত মোঃ বোরহান উদ্দিন।
গতকাল বুধবার দুপুর সাড়ে বারোটায় চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ের অফিসকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা, মানবিক আচরণ নিশ্চিত করা এবং আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved