
রংপুরে কাস্টমসের বিশেষ অভিযানে ব্ল্যাক ডায়মন্ড ব্র্যান্ডের প্রায় ৩ লাখ শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রংপুর সদর এলাকায় একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়।
রংপুর ভ্যাট অফিসের সার্কেল রেভিনিউ অফিসার সমীরন আচার্য্য অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস সূত্র জানায়, আবুল খায়ের কোম্পানির ব্ল্যাক ডায়মন্ড ব্র্যান্ডের সিগারেটগুলো চোরাইভাবে পরিবহনের উদ্দেশ্যে কাভার্ডভ্যানে বহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত থেকেই কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা অভিযান শুরু করেন।
অভিযানের সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানের ভেতরে থাকা একাধিক কার্টন থেকে আনুমানিক ৩ লাখ শলাকা ব্ল্যাক ডায়মন্ড সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটগুলো বর্তমানে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত সিগারেটগুলো চোরাইপথে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ বিষয়ে সার্কেল রেভিনিউ অফিসার সমীরন আচার্য্য জানান, রংপুর বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের অভিযানে সোমবার দিবাগত রাতে ৩ লাখ শলাকা ব্ল্যাক ডায়মন্ড সিগারেট আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved