
মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৯৩ নড়াইল-১(নড়াগাতি কালিয়া ও নড়াইল সদর একাংশ ) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে কালিয়ার বিএনপির হাজারো নেতাকর্মী সমর্থকদের চাপের মুখে অধ্যাপক বিএম নাগিব হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২৯ ডিসেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৪টায় সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার সরদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ,রবিউল ইসলাম রবি, লস্কার ফিরোজ আহমেদ, ইকরাম রেজা,মাহি,বাবু , মিঠু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নে বি এম নাগিব হোসেন বলেন,জনগনের আশা আকাঙ্ক্ষা পূরনের জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।কালিয়া উপজেলার সকল নেতাকর্মী আমার সাথে আছে।ভোটাররা ও আমাকে আশ্বাস দেছে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়যুক্ত হবো।
এর পরে তিনি কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নবাব আলী, ওদুদ ও খলিলুর রহমানের কবর জিয়ারত করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved