
সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী এবং ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)।
আজ ৩০ ডিসেম্বর (সোমবার) এক যৌথ শোক বার্তায় বিআরজেএ-এর চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী এবং মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অবিসংবাদিত নেতা। দেশের মানুষের অধিকার আদায় এবং সংসদীয় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, তিনি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর প্রতিষ্ঠাতা। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও অভিভাবককে হারালো, যা অপূরণীয় এক ক্ষতি।”
বিআরজেএ নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অগণিত রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। তাঁরা পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved