
কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (মার্কসবাদী–লেনিনবাদী)-সিপিবি
সভায় প্রধান বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক বদরুল আলম, যিনি বলেন, “সিপিবিএমএলের পুনর্গঠন কেবল একটি রাজনৈতিক সংগঠনের পুনরায় সক্রিয় হওয়ার প্রতীক নয়, এটি শ্রমিক, কৃষক ও নিপীড়িত জনগণের জন্য সমাজতান্ত্রিক লক্ষ্য অর্জনের দীর্ঘমেয়াদি সংগ্রামের অংশ। আমাদের লক্ষ্য গণসংগঠনকে আরও শক্তিশালী করা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য দৃঢ় ভূমিকা রাখা।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পোলিট ব্যুরোর সদস্যরা, যারা দলের আদর্শ, আন্দোলন এবং সংগঠন শক্তিশালী করার বিভিন্ন উপায় তুলে ধরেন। তারা বলেন, “আলোচনা সভার মাধ্যমে দলের অভ্যন্তরীণ একতা ও কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব হবে। এটি আমাদের আগামী দিনের বিপ্লবী কর্মকাণ্ডকে আরও শক্তিশালী এবং কার্যকর করার পথ খুলে দেবে। আমরা শ্রমিক ও কৃষক আন্দোলন, বামপন্থী রাজনীতি এবং আদর্শিক শিক্ষার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা ও সংগঠন শক্তিশালী করার ওপর আরও মনোনিবেশ করব।”
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবিএমএল এর পলিটব্যুরো সদস্য কমরেড জায়েদ ইকবাল খান, কেন্দ্রীয় নেতা একেএম শহিদুল আলম ফারুক, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ সামসুল আলম ,রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভানেত্রী লাভলী ইয়াসমিন,সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার, বাংলাদেশ ভাসমান নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, বাংলাদেশ কিষাণী সভার সহ- সভানেত্রী মনোয়ারা বেগম, বাংলাদেশ কৃষক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামরুজ্জামান, সিপিবিএমএল এর যুব নেত্রী ডাঃতাসিন আফরিন ডায়ানা, ছাত্র নেত্রী সাদিয়া ইসলাম প্রমূখ।
সভাটি মূলত শ্রমিক ও কৃষক আন্দোলন, বামপন্থী রাজনীতির চ্যালেঞ্জ, আদর্শিক শিক্ষা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিবিড় আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়। এটি দলের সদস্য ও সমর্থকদের মধ্যে মত বিনিময় এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved