চৌধুরী লিয়াকত আলী, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট (এসএফডি)-এর পরিচালক এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রথমবারের মতো ট্রাস্ট ব্যাংকের সাসটেইনেবিলিটি রিপোর্ট উন্মোচন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আখলাসুর রহমান ভূঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো: কামাল হোসেন সরকার এবং ঋণ ঝুঁকি ব্যাবস্থাপনা বিভাগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান এ.বি.এম. মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আবু রায়হান, যুগ্ম পরিচালক কামরুল হাসান এবং সহকারী পরিচালক মো. আবু নাইম আলোচনায় অংশ নেন।
টেকসই অর্থায়ন ও পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ‘ট্রাস্ট ব্যাংক পিএলসি’ তাদের প্রথম বার্ষিক টেকসই প্রতিবেদন ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জনসহ পরিবেশগত, সামাজিক এবং সুশাসনের (ইএসজি) এর মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
এই প্রতিবেদনটি আন্তর্জাতিক মানদণ্ড IFRS S1 এবং IFRS S2-এর পাশাপাশি ‘টাস্ক ফোর্স অন ক্লাইমেট-রিলেটেড ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারস’ (TCFD)-এর নীতিমালা ও সুপারিশ অনুসরণ করে প্রণয়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো ব্যাংকের টেকসই অর্থায়ন ও পরিবেশবান্ধব কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তা করা।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (SFD) পরিচালক চৌধুরী লিয়াকত আলী অনুষ্ঠানে তার বক্তব্যে টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়ন এবং পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে এই খাতের ক্রমবর্ধমান গুরুত্বের ওপর জোর দেন । তিনি ট্রাস্ট ব্যাংককে তাদের প্রথম বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ ও এই সময়োপযোগী আয়োজন করার জন্য ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ট্রাস্ট ব্যাংক ইতোমধ্যে পর পর দু'বার (২০২২ ও ২০২৩ সালে) দেশের শীর্ষ টেকসই ব্যাংকের মধ্যে স্থান পেয়েছে। ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী পরিবেশ, সমাজ এবং সুশাসনকে (ESG) গুরুত্ব দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। মানুষ, পৃথিবী এবং মুনাফা, -এই তিনের সমন্বয়ে ‘ট্রিপল বটম লাইন’ রক্ষায় ট্রাস্ট ব্যাংক অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে, যা একটি টেকসই ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”
তিনি আরও যোগ করেন, “এই অঙ্গীকারের অংশ হিসেবে ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রথম বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করেছে যা জাতীয় টেকসই নীতিমালা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেকসই উন্নয়ন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের গৃহীত উদ্যোগসমূহকে আরও সুদৃঢ় করবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved