
শাকিল আহম্মেদ, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামী শিক্ষার প্রসার ও যুব সমাজকে নৈতিকতার আলোয় উদ্বুদ্ধ করার লক্ষ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রূপগঞ্জ আলোর কাফেলা ইসলামী যুব সংঘের উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। পরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় ইসলামী সংগীত সংগঠন ‘কলরব’-এর শিল্পী ও শিশু শিল্পীরা মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. শামীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন আলহাজ্ব কে. এম. রহতম উল্লাহ।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আহমদ বিন ইউসুফ আল আযহারী। এছাড়া কলরব শিল্পীগোষ্ঠীর হুসাইন আদনানসহ অন্যান্য শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
রূপগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে কোরআন শিক্ষা ও ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রণ জানানো হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved