২৭ ডিসেম্বর, ২০২৫ (শনিবার) জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল (বিএনসিপি)-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল সভাকক্ষে এই উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী নাগরিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম রহিমা সিকদার বলেন, “ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী সন্ত্রাসীরা দীর্ঘ সময় ধরে লুটপাট চালিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্ব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই খুনি হাসিনা সরকারের পতন ঘটেছে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার কায়েম করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের (বিএনসিপি) কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব। তিনি নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। আলোচনা সভা ও দোয়া শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী নাগরিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি মোঃ মহসিন মোল্লা এবং মোঃ ইয়াকুব সিকদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত নেতাদের দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved