
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘বন্ধন চিরন্তন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মিলনমেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আব্দুল কাদের ও রবিউল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোঃ শফিকুজজামান।
স্মরণিকা আয়োজন কমিটির পক্ষে বক্তব্য রাখেন নাজমুন নাহার মিতা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থী বন্ধুদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এসএসসি ১৯৯৭ ব্যাচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন মহৎ ও স্মরণীয় উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আবেগাপ্লুত প্রাক্তন শিক্ষকরা বলেন, দেশের যে প্রান্তেই থাকো না কেন—দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাও, এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইজি, দিলরুবা, সিমা, ওসমান, সুমন, হান্নান, ইকবাল, সেলিম রেজা, আব্দুর রহিম, জেসমিন সুলতানাসহ ৯৭ ব্যাচের অন্যান্য সদস্যরা।
শেষপর্বে আয়োজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মো. সিরাজুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. বেলাল হোসেন।
উল্লেখ্য, স্মরণিকা ‘বন্ধন চিরন্তন’ প্রাক্তন বন্ধুদের বন্ধন, স্মৃতি ও ভালোবাসার প্রতীক হিসেবে আগামী দিনগুলোতেও প্রেরণার উৎস হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved