জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘ডি ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে ৭০ হাজার ২২০টি এবং পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। সে অনুযায়ী উপস্থিতির হার ৮২ দশমিক ৫৭ শতাংশ এবং পাসের হার ৩৯ দশমিক ১০ শতাংশ।’
তিনি আরও বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা শিফট ভিত্তিক মেরিট লিস্ট প্রদান করেছি। সাধারণত মোট আসনের থেকে ১০ গুণ বেশি মেরিট দিয়ে ফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি।’
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে। মঙ্গলবার ছেলেদের চার শিফট এবং বুধবার মেয়েদের পাঁচ শিফট, দুই দিনে মোট নয় শিফটে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved