
শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা ঘিরে লাখো জনতার উপস্থিতিতে ময়লা আবর্জনায় পরিপূর্ণ জুলাই এক্সপ্রেসওয়ের ৩শ ফুট সড়ক পরিচ্ছন্নায় নেমেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২৬ ডিসেম্বর সকাল থেকে নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে পৃথক পৃথকস্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
এ সময় পরিচ্ছন্নকাজে অংশ নিয়ে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, বিএনপির কর্মসূচিতে ৩শ ফুট সড়কে ময়লা হয়েছে, তাই আমরা বিএনপির লোকেরা এসব পরিচ্ছন্ন করবো। পাশাপাশি যেসব গাছ নষ্ট হয়েছে তা রোপন করে দেব।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved