বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৫৪ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। মা খালেদা জিয়াকে দেখতে তারেক রহমান হাসপাতালে যান।
সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটের দিকে তাকে বহনকারী লাল-সবুজ বাসটি হাসপাতালের গেটে এসে থামে। হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
হাসপাতালের বাইরে উপস্থিত নেতা-কর্মীরা বিপুল উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।
জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) গণসংবর্ধনাস্থলে বক্তৃতা শেষ করার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে গাড়ি হাসপাতালে পৌঁছতে কিছুটা বিলম্ব হয়। পথে সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী দাঁড়িয়ে তারেক রহমানকে একনজর দেখার জন্য অপেক্ষা করছিলেন।
আজ তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গিয়ে বক্তৃতা করেন। পরে এভারকেয়ার হাসপাতালে রওনা হন। তার সঙ্গে দেশে ফেরেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে জুবাইদা ও জাইমা রহমান প্রথমে গুলশানের বাসায় যান এবং পরে হাসপাতালে পৌঁছান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved