মোঃ ইউসুফ আলী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় খৃষ্ঠান ধর্মালম্বিদের আজ ২৫ শে ডিসেম্বর বড়দিন যথাযগ্য মর্যাদায় উৎযাপিত হয়েছে।অত্র উপজেলায় র্চাচ/র্গীজার ২৫টি বিগত বছর গুলতে যে, ভাবে বড় দিন পালোন করা হয়েছে এবছরও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমে পালিত হয়েছে। র্চাচ কমিটির সভাপতি সনিরাম বিষয়টি জানিয়েছেন। প্রতিটি র্গীজার অনুকুলে খৃষ্ঠান ধর্ম ভাল ভাবে পালন করার জন্য সরকারী ভাবে উপজেলা র্নিবাহী অফিসার মোঃ রাইহানুল ইসলাম ও প্রকপ্ল বাস্তবায়ন র্কমর্কতা সামিবেল র্মডি। জি আর এর চাল ৫০০. কেজি দেওয়া হয়েছে।অফিস সুত্রে জানা যায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved