
প্রায় ১৮ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ নগরী ও বিভিন্ন উপজেলার রাজপথ আনন্দ মিছিল, শোভাযাত্রা ও স্বাগত সমাবেশে মুখরিত হয়ে ওঠে। ময়মনসিংহ মহানগর বিএনপির আনন্দ শোভাযাত্রা- ২৫ ডিসেম্বরের স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিমূলক হিসেবে নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া ময়মনসিংহ মহানগর বিএনপির আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ-৪ সদর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। মিছিলে অংশ নেন ময়মনসিংহ মহানগর বিএনপি, জেলা ও মহানগর যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে বিভিন্ন স্লোগান দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তার নেতৃত্বের প্রতি সমর্থন প্রকাশ করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আনন্দ মিছিল, গত মঙ্গলবার দুপুর ১টায় নগরীর টাউন হল মোড় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। নেতাকর্মীরা হাতে তারেক রহমানের ছবি সম্বলিত প্লে-কার্ড নিয়ে ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’, ‘চল চল ঢাকা চল, ২৫ তারিখ ঢাকা চল’সহ নানা স্লোগান দেয়। রোকনুজ্জামান সরকার রোকন বলেন, “তারেক রহমানের আগমন শুধু দলীয় নেতাকর্মীদের মধ্যে নয়, দেশের লক্ষ, কোটি গণতন্ত্রকামী মানুষের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। কোনো ষড়যন্ত্র তার জনপ্রিয়তাকে ম্লান করতে পারবে না। ইনশাআল্লাহ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তারেক রহমানকে দেশের নেতৃত্বে ফেরাবে।
মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গত মঙ্গলবার নগরীর প্রধান সড়কে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় ও সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি। এতে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হালুয়াঘাট ও ধোবাউড়ায় স্বাগত মিছিল, ময়মনসিংহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স-এর আহ্বানে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় আনন্দঘন স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। হালুয়াঘাটÑ নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল ও সদস্য সচিব আবু হাসান বদরুল কভিড। ধোবাউড়ায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল ও সদস্য সচিব আনিসুর রহমান মানিক।
মিছিলে নেতাকর্মীরা মুহূর্তে মুহূর্তে স্লোগান দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নতুন আশার সঞ্চার করেছে। তার নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে।
মুক্তাগাছায় আনন্দ মিছিল, মুক্তাগাছা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের ময়মনসিংহ-টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, যুবনেতা কাজী রিপন, নূরে হাসানুজ্জামান সোহাগ প্রমুখ। মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন: তারেক রহমান বীরের বেশে আসবে, ফিরে বাংলাদেশে””মা-মাটি হাসছে, তারেক রহমান আসছে” “তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। ময়মনসিংহের রাজপথগুলো উল্লাসিত ও উৎসবমুখর হয়ে ওঠে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে। নেতাকর্মীরা রাজনৈতিক ঐক্যবদ্ধতা, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।
বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ লোক তারেক রহমানের সমাবেশে অংশগ্রহণ করবেন উপলক্ষে ইতিমধ্যে রাজ পথ ট্রেন পথ নৌপথসহ ৩৮ টি আসন থেকে ঢাকায় অংশগ্রহণ করছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved