মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মানবিক সহায়তা বাস্তবায়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজিবপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং রাজিবপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. এফ. এম. শামীম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা।
অনুষ্ঠানে মোট ৩৫০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রাজিবপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved