
ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক ছগির মিয়া (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পৌর শহরের আলীম সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ছগির মিয়া (৫৮) আলীম সরকারের বাড়ির মৃত আব্দুস সামাদ মোল্লার ছেলে।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক এমদাদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা ছগির মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ভাঙচুর ও নাশকতার মামলায় সে যুক্ত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আমরা সবসময় ডেভিলদের আটক করতে অভিযান পরিচালনা করছি। আজ দুপুরে ছগির মিয়াকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved