রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় গণমাধ্যমকর্মীদের (সাংবাদিকদের) সাথে মতবিনিময় করেছেন রাণীনগর থানার নবাগত ওসি মো. আব্দুল লতিফ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাণীনগর থানায় তিনি এই মতবিনিময় করেন। গত ৭ ডিসেম্বর রাণীনগর থানায় যোগদান করেন তিনি।
মতবিনিময় সভায় রাণীনগর থানার নবাগত ওসি মো. আব্দুল লতিফ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা তথ্যের ভান্ডার, তাই তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাণীনগর উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সঠিক তথ্য সরবরাহে সাংবাদিকদের কাছে সহযোগিতা চান এবং একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল, সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেন, হারুনুর রশিদ, আওরঙ্গজেব হোসেন রাব্বী, সুকুমল কুমার প্রামানিক, সাহাজুল ইসলাম, রাজেকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহারুখ হোসেন আহাদ প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved