ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২৫ঃ
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং আইএফআইসি ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে যশোরে “ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ”-এর কার্যক্রম সম্প্রসারণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ২৩ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক জনাব রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রুকনুজ্জামান, নির্বাহী পরিচালক, খুলনা অফিস, বাংলাদেশ ব্যাংক; যশোর জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি জনাব মোঃ তাওমীদ হাসান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যশোর এবং আইএফআইসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা।
দিনের কর্মসূচির শুরুতে একটি জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে "ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ" বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় যশোরের সফটওয়ার টেকনোলজি পার্কের মিলনায়তনে, যেখানে সম্মানিত অতিথিবৃন্দ ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থার বিভিন্ন সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে অংশগ্রহণকারী ব্যাংকের বুথগুলোতে কিউআর (QR) কোডের মাধ্যমে পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। উক্ত অনুষ্ঠানে লিড ব্যাংক হিসেবে আইএফআইসি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved