
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ (ছয়) মাস মেয়াদে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি। নবগঠিত এই কমিটিতে তানভীর রহমান অনিককে আহ্বায়ক এবং রনি বিশ্বাসকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম, সভাপতি রিফাত রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আবিদ হাসান রিফাত ও নাজমুল সালেহীন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে তামান্না, আসাদুজ্জামান আসাদ, সিরাজাম মুনিরাসহ আরও ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে পারভেজ হোসেন ও আজহারুল ইসলাম সোহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও যুগ্ম সদস্য সচিব পদে ১০ জন এবং সদস্য পদে ২০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মোঃ মোস্তাফিজুর রহমানকে মুখ্য সংগঠক এবং আরাফাত রহমানকে সিনিয়র সংগঠক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটি চুয়াডাঙ্গা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শকে সমুন্নত রাখবে এবং সামনের দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ও জনস্বার্থে অগ্রণী ভূমিকা পালন করবে।
নতুন এই কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরালো করে জেলার সকল স্তরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved