মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়নমনসিংহ জেলার নান্দাইল থানার গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ মামলার ধর্ষক মোঃ এনামুল হক(৪০), গ্রেফতার করা হয়।
বগুড়া জেলার ধুনট থানার অপহরণ করতঃ ধর্ষণ মামলার প্রধান অপরহণকারি মোঃ সিয়াম(১৮) গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
প্রথম ঘটনাঃ মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম(৩৭) এর স্বামী ঘটনার ০১ বছর পূর্বে অসুস্থজানিত কারনে মৃত্যূ বরণ করেন। তার দশ বছরের ছেলে সন্তান রয়েছে। তিনি গাজীপুর এলাকায় গার্মেন্টস এ চাকুরি করেন। সেই সুবাদে ধৃত ধর্ষক মোঃ এনামুল সরদার(৪০), জেলা-ময়মনসিংহের সাথে পরিচয় হলে ভিকটিমের নিকট থেকে ১১,০০০/-টাকা ধার নেন। উক্ত ধারের টাকা ফেরত দিবে বলে বাড়িতে যেতে বলেন। ধৃত ধর্ষকের কথামতো গত ২৫ নভেম্বর ২০২৫খ্রিঃ রাত অনুমান ২২:০৫ ঘটিকায় ধর্ষকের বাড়ির নিকট পৌঁছালে ০৩ নং ধর্ষক মোঃ জুয়েল মিয়া(৩০)কে অটোরিক্সাসহ ভিকটিমের নিকট পাঠায়। উক্ত অটোরিক্সায় যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা ধৃত ধর্ষকসহ এজাহার নামীয় অজ্ঞাতনামা ধর্ষকরা কৌশলে ভিকটিমকে কলাবাগানে নিয়ে যায় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক দলগতভাবে ধর্ষণ করে। ভিকটিমের ডাকচিৎকারে ধর্ষকরা পালিয়ে যাওয়ার সময় ভিকটিমের নিকট থাকা নগদ ৩,০০০/-টাকা এবং ব্যবহৃত এন্ড্রোয়েড মোবাইল ফোন চুরি করে নেয়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ধর্ষকদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় গণধর্ষণ মামলা করেন। যার মামলা নং-২০, তারিখ-২৬ নভেম্বর ২০২৫খ্রিঃ, থারা-২০০০ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) তৎসহ ৩৭৯ পেনাল কোড। উক্ত মামলা রুজুর পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত ধর্ষক মোঃ এনামুল হক (৪০) এর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২২ ডিসেম্বর ২০২৫খ্রিঃ রাত আনুমানিক ০৩০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দলগতভাবে ধর্ষণ মামলার ধর্ষক মোঃ এনামুল হক (৪০), জেলা-ময়মনসিংকে গ্রেফতার করতে সক্ষম হয়।
দ্বিতীয় ঘটনাঃ এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর নাবালিকা স্কুল পড়ুয়া মেয়ে(১৫)কে ধৃত অপহরণকারী স্কুল আসা যাওয়ার পথে উত্যক্ত করতো। বাদী বিষয়টি জানতে পেরে ধৃত অপহরণকারীর অভিভাবককে অবগত করলে ক্ষিপ্ত হয় ও ভিকটিমিকে অপহরণের হুমকি প্রদান করে। গত ০৪ নভেম্বর ২০২৪খ্রিঃ দুপুর অনুমান ১৩০০ ঘটিকায় ভিকটিম স্কুল হতে বাড়ি ফেরার পথে ধৃত অপহরণকারী এজাহারনামীয় অপর অপহরণকারীদের সহায়তায় ভিকটিমকে জোপূর্বক সিএনজি যোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের আদেশে বগুড়া জেলার ধুনট থানায় অপহরণ করতঃ ধর্ষণ মামলা রুজু হয়। যা ধুনট থানার মামলা নং-০৯, তারিখ-১১ মে ২০২৫খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)/৩০।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত অপহরণকারী মোঃ সিয়াম (১৮) এর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২১ ডিসেম্বর ২০২৫খ্রিঃ রাত আনুমানিক ২১২০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ করতঃ ধর্ষণ মামলার অপহরণকারী মোঃ সিয়াম(১৮), জেলা-বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved